রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এইডস, বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং ও কোভিড-১৯ বিষয়ক জনসচেতনামূলক নাটক ‘আলোর পথে’ মঞ্চায়িত হয়েছে।
দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে গতকাল ২৩শে আগস্ট সন্ধ্যায় দৌলতদিয়া ঘাট রেলওয়ে স্টেশন সংলগ্ন শহীদ মিনার চত্ত্বরে নাটকটি পরিবেশন করে সম্মিলিত নাট্যদল।
এতে সম্মিলিত নাট্যদলের ইসলাম মোল্লা, মাইনদ্দিন মানু, আতাউর রহমান, কাশেম বিশ্বাস, আরশাদ হোসেন সবুজ, সাধন কুমার বিশ্বাস, আজিজুল ইসলাম, প্রণব ঘোষ প্রমুখ অভিনয় করে।
প্রধান অতিথি হিসেবে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, অন্যান্যের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন প্রামানিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুয়েল রানা, ইউনিয়ন পরিষদের সচিব এনামুল হক মিন্টু, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক জুলফিকার আলী, সহকারী ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দত্ত, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস, মাঠ সংগঠক সাজ্জাদ হোসেন, শরীফ হোসাইনসহ স্থানীয় জনগণ নাটকটি উপভোগ করেন। নাটকটি মঞ্চায়নের পূর্বে গোয়ালন্দের লালন শিল্প গোষ্ঠীর শিল্পীসহ স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।