ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
মামুন খান সঙ্গীত একাডেমীর উদ্যোগে রাজবাড়ীতে আলোচনা-সম্মাননা প্রদান
  • শেখ মামুন
  • ২০২২-০৮-২৬ ১৪:১৯:২৯
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মামুন খান সঙ্গীত একাডেমীর উদ্যোগে গতকাল ২৬শে আগস্ট বিকালে রাজবাড়ী পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণের উডহেড উন্মুক্ত মঞ্চে আলোচনা সভায় এডঃ মোঃ শফিকুল আজম মামুন বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
  স্থানীয় মামুন খান সঙ্গীত একাডেমীর উদ্যোগে গতকাল ২৬শে আগস্ট বিকালে রাজবাড়ী পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণের উডহেড উন্মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল, আবোল-তাবোল শিশু সংগঠনের সাধারণ সম্পাদক এডঃ মোঃ শফিকুল আজম মামুন, সম্মাননা প্রাপ্ত সমাজসেবক মানিক মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। 
  অনুষ্ঠান সঞ্চালনা করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম। আলোচনা ও সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ