ইসলামী ছাত্র আন্দোলনের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ৩০শে আগস্ট সকালে সংগঠনের রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শহরের রত্না কমিউনিটি সেন্টারে সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি আঃ রহিম আল মাহমুদ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইবরাহীম হুসাইন মৃধা, বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি আলহাজ্ব নূর মুহাম্মাদ মিয়া, অন্যান্যের মধ্যে ইসলামী আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি গোলাম কবির মাসুম, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি হাফেজ সাব্বির হুসাইন, মুজাহিদ কমিটির জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক ও ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা শাখার সভাপতি মুফতী শরিফ ইফতেখারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।