রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। 
  গতকাল ৮ই সেপ্টেম্বর বেলা ১২টার দিকে গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
  নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সরকারী কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, গোয়ালন্দ ঘাট থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রাশেদুল হক রায়হান।  
  উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর পর গত ২৫শে জুলাই গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এত ছিদ্দিক মিয়া সভাপতি, জিয়াউল হাসান জিয়া, জিয়াউল হক বাবলু ও মোবারক আলী বেপারী সহ-সভপতি, খোকন শেখ সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম শহিদ ও ভরত চন্দ্র মন্ডল সহ-সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক, আনিছুর রহমান ইউনুছ কোষাধ্যক্ষ, আব্দুল হালিম খান দপ্তর সম্পাদক, সাইফুর রহমান পারভেজ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, শাহিন শেখ প্রচার সম্পাদক, আব্দুল আলীম ধর্মীয় সম্পাদক এবং জাহিদ সরদার, শেখ মোঃ হানিফ, মেহেদী হাসান, কাশেম সরদার ও পলাশ মৃধা কার্যকরী সদস্য নির্বাচিত হন।
 
            
 
                      
                         


 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    