ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫
পাংশায় শ্বশুর বাড়ী যাওয়ার পথে ট্রাক চাপায় মোটর সাইকেল চালকের মৃত্যু
  • শামীম হোসেন
  • ২০২২-০৯-১৪ ১৪:৪৫:৫০
রাজবাড়ীর পাংশায় শ্বশুর বাড়ী যাওয়ার পথে গতকাল ১৪ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলাধীন মাছপাড়া ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় ট্রাক চাপায় শমসের আলী মন্ডল নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর পাংশায় শ্বশুর বাড়ী যাওয়ার পথে ট্রাক চাপায় শমসের আলী মন্ডল (৩১) নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।
   গতকাল ১৪ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলাধীন মাছপাড়া ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শমসের আলী মন্ডল পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলডাঙ্গা গ্রামের লোকমান মন্ডলের ছেলে।
   জানা গেছে, নিহত শমসের আলী মন্ডল বাড়ী থেকে নিজ মোটর সাইকেলযোগে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শ্বশুর বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। বৃষ্টির মধ্যে গোপালপুর বাজার এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুত গতির একটি ট্রাক তার মোটর সাইকেলকে ওভারটেক করার সময় চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
   পাংশা হাইওয়ে থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, পালিয়ে যাওয়ায় ট্রাকটি ও তার চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোয়ালন্দ পৌরসভার অনুর্ধ্ব-১৭ দল
পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ ৩জন সন্ত্রাসী গ্রেফতার
পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া উৎসব উদ্বোধন
সর্বশেষ সংবাদ