ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দের মরা পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৯-১৪ ১৪:৫২:৪১
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুপুর এলাকায় গতকাল ১৪ই সেপ্টেম্বর দুপুরে অভিযান চালিয়ে মরা পদ্মা নদী থেকে অবৈধ বালু বন্ধ ও ২টি ড্রেজার মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করেছে প্রশাসন -মাতৃকণ্ঠ।

অভিযান চালিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুপুর এলাকায় মরা পদ্মা নদী থেকে অবৈধ বালু বন্ধ করেছে প্রশাসন। 
   গতকাল ১৪ই সেপ্টেম্বর দুপুরে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল রহমান এই অভিযান পরিচালনা করেন। এ সময় ড্রেজারের মালিক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় বালু দিয়ে, আঘাত করে ও দা দিয়ে কুপিয়ে ২টি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়। গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। 
   এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুর রহমান বলেন, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। এ জন্য অবৈধ বালু উত্তোলনকারীদের ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। অবৈধ ড্রেজিংয়ের সাথে সংশ্লিষ্টদের তালিকা হচ্ছে। শীঘ্রই তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ