ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৯-১৫ ১৪:১৩:৫২
বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৫ই সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সম্প্রীতি সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৫ই সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ‘সম্প্রীতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়। 
   উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সহ-সভাপতি আঃ সাত্তার খান, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন, বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন প্রমুখ বক্তব্য রাখেন। সরকারী দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ সমাবেশে উপস্থিত ছিলেন।
   উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, দেশে যারা উগ্রবাদী কর্মকান্ড পরিচালনা করতে চায় তাদেরকে সকলে মিলে প্রতিহত করতে হবে। ধর্ম নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন সেই বাংলায় উগ্রাবাদীদের কোন ঠাঁই হবে না। এ দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই। কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে প্রশাসনের পাশাপাশি সকলকে সচেতন থাকতে হবে। 
   উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, এ দেশের মানুষ শান্তিপ্রিয়। এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। সবাইকে সাম্প্রদায়িক চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে সকলে মিলে-মিশে বসবাস করতে হবে।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ