ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
গোয়ালন্দে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৯-১৫ ১৪:১৬:২৪

রাজবাড়ীর গোয়ালন্দে ১৫ জন দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। 
   বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে স্থানীয় এনজিও ‘মহিলা উন্নয়ন সংস্থা’র উদ্যোগে গতকাল ১৫ই সেপ্টেম্বর বিকালে গোয়ালন্দ বাজার সংলগ্ন এনজিওটির কার্যালয়ে এই উপকরণগুলো বিতরণ করা হয়। মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিরীনা বেগমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ছিদ্দিক মিয়া, মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী হোসনেয়ারা বেগম, অন্যান্যের মধ্যে গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান, প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সাধারণ সম্পাদক শামসুল হক, মহিলা উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ