রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রাম থেকে ১টি বিদেশী রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার এবং চলতি এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৪ই সেপ্টেম্বর রাত ১০টার দিকে পাংশা মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-হোসেনডাঙ্গা গ্রামের আকু মিয়ার ছেলে রাসেল মিয়া (১৯) ও একই গ্রামের বাচ্চু শেখের ছেলে অভি শেখ (১৭)। তাদের মধ্যে রাসেল মিয়া চলতি এসএসসি পরিক্ষার পরীক্ষার্থী ছিল।
পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাসেল মিয়ার বসত ঘরের মধ্যে অবৈধ অস্ত্র-গুলি আছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল মিয়া পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করে তল্লাশী করে তার স্কুল ব্যাগের ভিতর থেকে ১টি বিদেশী রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে এর সাথে জড়িত অভি শেখকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১৫ই সেপ্টেম্বর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।