ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৯-১৮ ১৪:৫৬:১৪

রাজবাড়ী জেলা পরিষদের আসন্ন নির্বাচনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 
   গতকাল ১৮ই সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাইকালে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। তাদের একজন চেয়ারম্যান ও ২ জন ওয়ার্ড সদস্য প্রার্থী ছিল। তারা হলো-স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রকিবুল হাসান পিয়াল। সে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে থাকা অবস্থায় ওই পদ থেকে পদত্যাগ না করেই মনোনয়নপত্র দাখিল করায় তা বাতিল করা হয়। ওয়ার্ড সদস্য পদে মনোনয়নপত্র বাতিল হওয়া ২ প্রার্থী হলো-৪ নং ওয়ার্ডের (বালিয়াকান্দি উপজেলা) সদস্য পদপ্রার্থী মাসুদ রানা এবং ৫ নং ওয়ার্ডের (কালুখালী উপজেলা) সদস্য পদপ্রার্থী রফিকুল ইসলাম। ঋণ খেলাপী হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। যাচাই-বাছাইকালে নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আবু কায়সার খান এবং ২ সহকারী রিটার্নিং অফিসার জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান ও সদর উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
   জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান জানান, স্থানীয় সরকারের একটি পদে থাকা অবস্থায় আরেকটি পদে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না। সে জন্য চেয়ারম্যান প্রার্থী রকিবুল হাসান পিয়ালের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিলে তা বাতিল হতো না। এছাড়া যে দু’জন ওয়ার্ড সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ী ঋণ খেলাপী।    
   উল্লেখ্য, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান পদে ৫, সাধারণ ওয়ার্ড সদস্যের ৫টি পদে ৩২ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যের ২টি পদে ৮ জন সদস্য পদপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইতে উল্লেখিত ৩ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমানে চেয়ারম্যান পদে ৪ জন (আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ, ইমামুজ্জামান চৌধুরী রিটো, মোঃ রাশেদুজ্জামান ও দীপক কুন্ডু), সাধারণ ওয়ার্ড সদস্যের ৫টি পদে ৩০ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যের ২টি পদে ৮ জনসহ মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রইলেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।  

রাজবাড়ীতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
৬০ বছরের সংসার ঃ একই দিনে মৃত্যুর ইচ্ছা পূরণ হলো স্বামী-স্ত্রী’র
সর্বশেষ সংবাদ