রাজবাড়ীতে তিন দিনব্যাপী স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার (মার্কস একটিভ স্কুল চেজ চ্যাম্পস) উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় গতকাল ১৮ই সেপ্টেম্বর বিকালে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) শাহনেওয়াজ রাজু, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা, ডিএসবির ডিআইও-১ সাইদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগর প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি দল (৬ জন করে) প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-সদর উপজেলার রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, অংকুর কলেজিয়েট স্কুল, পাংশা উপজেলার কাচারীপাড়া হাই স্কুল, পাংশা জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়, রামদিয়া বেনী মাধব বিপিন চন্দ্র উচ্চ বিদ্যালয়, কালুখালী উপজেলার মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়, খাগজানা উচ্চ বিদ্যালয়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুল ও নাজির উদ্দিন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়।
উল্লেখ্য, ২০শে সেপ্টেম্বর এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।