রাজবাড়ীর কালুখালীতে ফ্রেন্ডশীপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০শে সেপ্টেম্বর বিকালে কালুখালীর রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে কালুখালী ফুটবল একাদশ ও কুষ্টিয়ার পোড়াদহ ফুটবল একাদশের মধ্যে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলাটি ৩-৩ গোলে ড্র হয়। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। এ সময় কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন রানা চৌধুরী, প্রবীণ ফুটবলার লিয়াকত হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর মন্ডল, রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, খেলা পরিচালনাকারী রেফারী বিল্লাল হোসেন, লাইনম্যান স্বরূপ, ইউসুফ হোসেন, কালুখালী ফুটবল একাদশের অধিনায়ক এনামুল হক সেতু পোড়াদহ ফুটবল একাদশের অধিনায়ক শাহিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।