রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী গতকাল ২১শে সেপ্টেম্বর দুপুরে তার কার্যালয়ে সদ্য অনুষ্ঠিত স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া পাংশা জর্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় দলের দাবা খেলোয়াড়দের সবাইকে ১টি করে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।