ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাঃ বিঃ ফুটবল টুর্নামেন্টের রাজবাড়ী জেলা পর্যায়ের ২টি ফাইনাল খেলা অন
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৯-২১ ১৫:২৭:১০

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রাজবাড়ী জেলা পর্যায়ের ২টি ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

   জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল ২১শে সেপ্টেম্বর বিকালে রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে এই ২টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালকদের বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ফাইনাল খেলায় রাজবাড়ী সদর উপজেলার কলেজপাড়া সপ্রাবি দল ১০-০ বালিয়াকান্দি উপজেলার সমাধীনগর সপ্রাবি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চ্যাম্পিয়ন কলেজপাড়া সপ্রাবি দলের খেলোয়াড় জয় বিশ্বাস এবং সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় একই দলের খেলোয়াড় নির্বাচিত হয় শেখ মিশাল। বালিকাদের বঙ্গমাতা গোল্ডকাপের দ্বিতীয় খেলায় বালিয়াকান্দি উপজেলার স্বর্প বেতেঙ্গা সপ্রাবি দল ১-০ গোলে রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীপুর সপ্রাবি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চ্যাম্পিয়ন বালিয়াকান্দি উপজেলার স্বর্প বেতেঙ্গা সপ্রাবি  দলের খেলোয়াড় জান্নাতি এবং সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় গোয়ালন্দ উপজেলার জলিল সরদার পাড়া সপ্রাবি দলের খোলোয়াড় রিমা আক্তার। 

   খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান রিপন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সব উপজেলার শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ এবং বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক দর্শক আকর্ষণীয় ফাইনাল খেলা ২টি উপভোগ করেন। 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ