ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে কালুখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • ফজলুল হক
  • ২০২২-০৯-২২ ১৭:১৫:০৯

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের আয়োজনে উপজেলার দুর্গা পূজা কমিটিগুলোর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

   গতকাল ২২শে সেপ্টেম্বর বেলা ১১টায় থানা চত্ত্বরে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। কালুখালী থানার ওসি নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনির হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজয় কুমার বসু, সাধারণ সম্পাদক যাদব কুমার দত্ত, মালিয়াট মদন মোহন জিউর মন্দিরের পুরোহিত গোপাল গোস্বামী, বোয়ালিয়া সর্বজনীন মন্দিরের সভাপতি সুবল কুমার দাস, কালিকাপুর মন্দিরের সভাপতি মানিক বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

   প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী বলেন, সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা ও নিজস্ব স্বেচ্ছাসেবক থাকতে হবে। 

রাজবাড়ীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
চরলক্ষীপুরে থেমে থাকা পাট বোঝাই ট্রাককে গ্যাসবাহী ট্যাঙ্ক লরির ধাক্কা॥হেলপার নিহত
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজবাড়ীতে আ’লীগের আলোচনা সভা
সর্বশেষ সংবাদ