ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাজবাড়ী জেলায় ৪৩৪টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৯-২২ ১৭:২৫:৩৯

এ বছর রাজবাড়ী জেলায় মোট ৪৩৪টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন চলছে প্রতিমা রং করা ও ডেকোরেশনের কাজসহ শেষ মুহূর্তের প্রস্তুতি।   
   এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ১০২টি, বালিয়াকান্দি উপজেলায় ১৫২টি, পাংশা উপজেলায় ১০২টি, কালুখালী উপজেলায় ৫৫টি ও গোয়ালন্দ উপজেলায় ২৩টি দুর্গা পূজার আয়োজন করা হয়েছে। 
   পূজা উদযাপন পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস এই তথ্য জানান। তিনি আরও জানান, এই দুর্গা পূজার পাশাপাশি আগামী কার্তিক মাসে আরও ২৯টি কাত্যায়নী (দুর্গা পূজার আরেক রূপ) পূজাসহ জেলায় মোট ৪৬৩টি পূজা অনুষ্ঠিত হবে।
   উল্লেখ্য, আগামী ১লা অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে, যা ৫ই অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ