ঢাকা বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫
দেশে করোনা ভাইরাস শনাক্তের হার ১৫ শতাংশ ছাড়িয়েছে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৯-২৩ ১৫:৩৩:৪৫

দেশে করোনা ভাইরাসের শনাক্তের হার ১৫ শতাংশ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় সংক্রমণ বেড়েছে ১ দশমিক ২৫ শতাংশ। গত ২২শে সেপ্টেম্বর করোনায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ১৩ শতাংশ। যা গতকাল ২৩শে সেপ্টেম্বর বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩৮ শতাংশে।
গতকাল ২৩শে সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিনও এই রোগে একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আজ ৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৭৯৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৭৮ জন। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৩৬৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১১ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৭১ জন। শনাক্তের হার ১৭ দশমিক ৭৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৬ শতাংশ।

 

জাতিসংঘের ৮০তম সাধারণ সভায় যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
 ডাকসু নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে শহীদ সাগরের কবর জিয়ারত করল ছাত্র শিবির
নির্বাচনকালীন ও পূর্ব-পরবর্তী সময় সাংবাদিকদের সতর্ক সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে---তথ্য উ
সর্বশেষ সংবাদ