ঢাকা শুক্রবার, মে ১০, ২০২৪
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের ৭দিনব্যাপী কর্মসূচী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-১৩ ১৫:০৫:২৬

যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে, যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 
  কর্মসূচী সমূহের মধ্যে রয়েছে, আজ ১৪ই আগস্ট ভার্চুয়াল প্লাটফর্মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর ভার্চুয়াল গ্যালারীর মাধ্যমে আলোকচিত্র ও চারুকলা প্রদর্শনীর আয়োজন, আগামীকাল ১৫ই আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় কালো ব্যাজ ধারণ, জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, বাদ যোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত(দোয়া ও মিলাদ মাহফিল), সুবিধামতো সময়ে সকল মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, দুপুর ২টায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এতিমখানাগুলো ও সরকারী শিশু পরিবারে উন্নতমানের খাবার বিতরণ, আজ ১৪ই আগস্ট থেকে ১৬ই আগস্ট পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় রাজবাড়ী রেলগেটের শহীদ স্মৃতি চত্বর, জেলা শিল্পকলা একাডেমী, নতুন বাজার বাসস্ট্যান্ড ও উপজেলাসমূহের সুবিধামতো স্থানে বঙ্গবন্ধুর উপর তথ্যচিত্র প্রদর্শন। 
  এছাড়াও কর্মসূচীর অংশ হিসেবে ৯ই আগস্ট থেকে ১২ই আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘আমার মুজিব’ শিরোনামে শিক্ষার্থীদের নিকট থেকে প্রাপ্ত ১০০ শব্দের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ১২ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থান সমূহে জাতীয় শোক দিবসের পোস্টার স্থাপন ও গৃহীত বিভিন্ন কর্মসূচী প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।       

 মহান মে দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের বাণী
বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী
সর্বশেষ সংবাদ