রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে গতকাল ২৮শে সেপ্টেম্বর সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা এসএম কামরুন্নাহার ও আইসিটি বিষয়ক কর্মকর্তা মাহবুবা আক্তারসহ মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ও তার কর্মময় জীবনের উপর আলোচনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ মাসুম বিল্লাহ।