আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৮শে সেপ্টেম্বর সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালী বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।