ঢাকা শনিবার, মে ১০, ২০২৫
রাজবাড়ীর লোকোশেড এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৯-২৮ ১৬:০১:১৪

রাজবাড়ী শহরের লোকোশেড এলাকায় ট্রেনের ধাক্কায় রেহেনা পারভীন বৃষ্টি (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 
   গতকাল ২৮শে সেপ্টেম্বর বিকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়ার পোড়াদহগামী শাটল ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়। নিহত রেহেনা পারভীন বৃষ্টি রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা এলাকার রুহুল আমিনের মেয়ে। 
   স্থানীয়রা জানায়, শাটল ট্রেনটি লোকোশেড এলাকা অতিক্রমকালে রেললাইন পার হওয়ার সময় রেহেনা পারভীন ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
   রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার) আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়। 

 

রাজবাড়ীতে মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণের সুফল পাচ্ছে কৃষকরা
কালুখালীতে বিএনপি নেতাকে ফাঁসানো হলো আওয়ামী লীগের লিফলেট বিতরণের মামলায়
বালিয়াকান্দিতে মহানাম সংকীর্তন পরিদর্শনে বিএনপি নেতা হারুন
সর্বশেষ সংবাদ