ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশার পাট্টা ইউপির ৬নং ও যশাই ইউপির ১নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন ২রা নভেম্বর
  • মোক্তার হোসেন
  • ২০২২-১০-০৩ ১৪:১৮:২৯

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউপির ৬নং ওয়ার্ড ও যশাই ইউপির ১নং ওয়ার্ডের সাধারণ আসনের সদস্য পদে উপ-নির্বাচন আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিত হবে। পাংশা উপজেলা নির্বাচন অফিসার এবং পাট্টা ও যশাই ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন-২০২২’র রিটার্নিং অফিসার মোঃ আঃ আলীম গতকাল ৩রা অক্টোবর এক গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ই অক্টোবর, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১০ই অক্টোবর, আপিল দাখিলের তারিখ ১১-১৩ই অক্টোবর, আপিল নিষ্পত্তির তারিখ ১৪-১৬ই অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ই অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ই অক্টোবর, ভোট গ্রহণের তারিখ ২রা নভেম্বর।
 আগামী ৯ই অক্টোবর সরকারী ছুটির দিনসহ সকাল ৮টা হতে বিকাল ৩টা পর্যন্ত উল্লেখিত ওয়ার্ডসমূহের সদস্য পদে উপ-নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ বিধি অনুযায়ী পাংশা উপজেলা নির্বাচন অফিসার এবং পাট্টা ও যশাই ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন-২০২২’র রিটার্নিং অফিসারের কার্যালয় হতে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ইভিএম’র মাধ্যমে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
 যশাই ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন সরদারের মৃত্যুজনিত কারণে এবং পাট্টা ইউপির ৬ নং ওয়ার্ডের মেম্বার ফয়েজুর রহমান ফয়েজ সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ায় আসন দু’টি শূন্য হয়।  

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ