ঢাকা রবিবার, এপ্রিল ৬, ২০২৫
রাজবাড়ীতে শিশু সমাবেশ-আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-১০-০৩ ১৪:১৯:৩১

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে গতকাল ৩রা অক্টোবর সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিশু সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
   অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, অন্যান্যের মধ্যে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা, জেলা এনসিটিএফের সভাপতি সাদিয়া জামান, চাইল্ড পার্লামেন্ট মেম্বার মুহতাসিমুল হক প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা এনসিটিএফের উপদেষ্টা সাদমান সাকিব রাফি।
   প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য আদর-যত্ন সহকারে বড় করতে হবে। খেলাধুলার সুযোগ করে দেয়াসহ বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। শিশুদের অধিকার ও স্বাস্থ্য সচেতনতার দিকে খেয়াল রাখতে হবে। তাদেরকে ভিটামিন সমৃদ্ধ সুষম পুষ্টিকর খাবার গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। চাপ দিয়ে কোনো কিছু করা যাবে না। তাদের পড়াশোনা যেন আনন্দ মুখর হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 
   উল্লেখ্য, আলোচনা পর্বের শেষে অতিথিগণ শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এরপর শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।   

 

যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার
 রাজবাড়ীতে ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও সড়কে দুর্ঘটনা রোধকল্পে মোবাইল কোর্টের তৎপরতা
রাজবাড়ীর পুলিশ সুপারের উদ্যোগে লাশ পরিবহনে বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু
সর্বশেষ সংবাদ