ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
বালিয়াকান্দিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১০-০৪ ১৪:২৭:১৬

“সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গতকাল ৪ঠা অক্টোবর সকালে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

   মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সজল কুমার সোম, বালিয়াকান্দি থানার এসআই নাজমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, সভানেত্রী বাসন্তী স্যানাল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন। সভা শেষে স্থানীয় শিল্পীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
পাংশা-কালুখালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের গণসংযোগে বুড়ো
সর্বশেষ সংবাদ