ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-১০-০৬ ১৪:২২:২৬

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে ‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৬ই অক্টোবর সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

   প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, অন্যান্য অতিথিদের মধ্যে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ইউডিসি উদ্যোক্তাসহ জন্ম-মৃত্যু নিবন্ধন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

   উল্লেখ্য, সভা শেষে জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মূল্যায়নে জেলার সেরা পৌরসভা হিসেবে রাজবাড়ী পৌরসভাকে এবং সেরা ৩টি ইউনিয়ন পরিষদ হিসেবে যথাক্রমে উজানচর, বসন্তপুর ও মূলঘর ইউনিয়ন পরিষকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

কালুখালীর সাওরাইলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার॥৫জন গ্রেপ্তার
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৭ ফেরী ও ২০ লঞ্চ
চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি
সর্বশেষ সংবাদ