ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
পাংশার বাজারে মিনিকেট নামে চাল বিক্রি বন্ধ হয়নি
  • মোক্তার হোসেন
  • ২০২২-১০-০৭ ১৭:৫৫:০৩

মিনিকেট নামে কোন চাল বিক্রি করা যাবে না বলে খবর প্রকাশিত হলেও পাংশার বাজারে এর কোনো প্রভাব পড়েনি। আগের মতোই বিভিন্ন চালের দোকানে দেদারছে মিনিকেট চাল বিক্রি হচ্ছে।

  গতকাল ৭ই অক্টোবর দুপুরে পাংশা শহরের বিপুল সাহার চালের দোকানে অন্যান্য চালের মাঝে আব্দুল বারেক স্পেশাল মিনিকেট চাল, মহিদুল স্পেশাল মিনিকেট চাল এবং বাজারের আরও একাধিক দোকানে উল্লেখিত চালসহ সাগর সুপার মিনিকেট চাল, জাহানারা মিনিকেট চাল, সুবর্ণা মিনিকেট চাল, আহাদ মিনিকেট চাল, তানভীর মিনিকেট চাল ও রজনীগন্ধা মিনিকেট চাল রয়েছে বলে জানা গেছে। সাগর সুপার মিনিকেট চাল প্রতি ২৫ কেজি বস্তা ১হাজার ৭৩০ থেকে ৪০ টাকা দরে, আব্দুল বারেক স্পেশাল মিনিকেট চাল ১হাজার ৬৫০ টাকা দরে এবং মহিদুল স্পেশাল মিনিকেট চাল ১হাজার ৪শত টাকা দরে বিক্রয় করা হচ্ছে।

  মিনিকেট নামে চাল বিক্রি করে ভোক্তাদের সাথে প্রতারণা করা হচ্ছে কিনা এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চাল ব্যবসায়ী বলেন, আমরা (চাল ব্যবসায়ীরা) মিল থেকে চাল কিনে বিক্রি করি, সামান্য লাভ হয়। বস্তার মধ্যে কোনজাতের চাল আছে তা বলতে পারব না। চাল ব্যবসায়ীদের একজন বলেন, রজনীগন্ধা, মহিদুল ও তানভীর মিনিকেট চালের প্যাকেট খাজানগরে করা হয়। যার মান খুবই খারাপ। বাজার থেকে নিম্নমানের চাল কিনে অটোরাইস মিলে পলিশ করা হয়। আবার প্লাস্টিকের বস্তায় আমদানী করা চাল খাজানগরে অটোরাইস মিলে পলিশ করে পাটের বস্তায় ভরে বিভিন্ন ব্যান্ডের চাল বলে বাজারজাত করা হয়।

  জানতে চাইলে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, মিনিকেট জাতের কোন ধান বাংলাদেশে নেই। পাংশা উপজেলার কোথায়ও মিনিকেট জাত নামের কোন ধানের আবাদ নেই। ব্রি-৫০, ২৮ জাত ও অন্যান্য জাতের মোটাচাল অটোরাইস মিলে চিকন করে মিনিকেট চাল নামে বস্তাজাত করে বাজারে ছাড়া হচ্ছে। এ ব্যাপারে দাপ্তরিক নির্দেশনা এলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন তিনি। 

  পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান জানান, পত্র-পত্রিকা ও টেলিভিশনের টকশোতে মিনিকেট চালের বিষয়ে অবগত হয়েছি। দাপ্তরিক কোন নির্দেশনা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ভোক্তা অধিকারের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে এনে বাজার তদারকির গুরুত্বারোপ করেন তিনি।

  উল্লেখ্য, গত ৫ই অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, মিনিকেট নামে কোনো চাল বিক্রি করা যাবে না। চালের মিলে চাল বস্তাজাত করার সময় বস্তার ওপরে জাতের নাম লিখে দিতে হবে। কেউ যদি এর ব্যতিক্রম করেন সে ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ