ঢাকা শনিবার, জুলাই ১২, ২০২৫
কালুখালী থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১জন গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১০-০৮ ১৪:৫৬:১১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের নিজ বাড়ী থেকে ১০৫ পিস মাদক জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিক্রেতা প্রদ্যুৎ কুমার ভাদুরী ওরফে বাপ্পী (৫০)কে গ্রেপ্তার করা হয়েছে। 

  গতকাল ৮ই অক্টোবর বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ট্যাপেন্টাডল বিক্রিত ১৪ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত প্রদ্যুৎ কুমার ভাদুরী ওরফে বাপ্পী কালিকাপুর গ্রামের মৃত পরিমল ভাদুরীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

কালুখালীতে ডিবির অভিযানে  বিদেশী মদসহ ১জন গ্রেপ্তার
দৌলতদিয়ায় সেই বাঁশের সাঁকোটি মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন
 পাংশায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামী জাবির আব্দুল্লাহ গ্রেফতার
সর্বশেষ সংবাদ