ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রাজবাড়ীতে অ্যাক্রোবেটিক প্রদর্শনী উপভোগ করলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-১০-০৮ ১৪:৫৯:৫৬

পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী গতকাল ৮ই অক্টোবর সন্ধ্যায় রাজবাড়ী শহরের শ্রীপুরস্থ অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। 

  তিনি সেখানে পৌঁছালে প্রথমে তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ ও তার সহধর্মিনী ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোসাঃ তাসলিমা আলী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ সাইদুল ইসলাম, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নাট্য ব্যক্তিত্ব ম নিজাম, কবি সালাম তাসিরসহ অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের শিল্পী, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।  

  এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী সবার সাথে মনোজ্ঞ অ্যাক্রোবেটিক প্রদর্শনী উপভোগ করেন। 

  প্রদর্শনী শেষে তিনি অ্যাক্রোবেটিক শিল্পীসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।    

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ