ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
গোয়ালন্দে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৩ জেলের জেল-জরিমানা
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১০-১১ ১৫:১৬:৫১

সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার অন্তারমোড় এলাকার পদ্মা নদী থেকে ৩জন জেলেকে আটক করে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

  গতকাল ১১ই অক্টোবর বিকালে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আটককৃত জেলেদের মধ্যে ১ জনকে ১৭ দিনের জেল ও ২ জনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ইলিশ ধরার কাজে ব্যবহৃত জাল জব্দ করা হয়। পরে তা দৌলতদিয়া ঘাট এলাকায় নিয়ে পদ্মা নদীর পাড়ে জনসম্মুখে পোড়ানো হয়।

  গোয়ালন্দ উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অমল কুমার রায়, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, ক্ষেত্র সহকারী জাহাঙ্গীর আলম এবং ইন্সপেক্টর সিরাজুল ইসলামের নেতৃত্বে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ