ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীর রাবেয়া-কাদের ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী আর্ট ক্যাম্প ১৪ই অক্টোবর
  • আশিকুর রহমান
  • ২০২২-১০-১২ ১৪:০৫:০৬

আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে দেশের বরেণ্য চিত্রশিল্পীবৃন্দ ও শিশু কিশোরদের অংশগ্রহণে দিনব্যাপী আর্ট ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে রাবেয়া-কাদের ফাউন্ডেশন ও রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগার। 
  আগামী ১৪ই অক্টোবর রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর মোল্লা বাড়ীতে রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগার প্রাঙ্গনে এ আর্ট ক্যাম্পের আয়োজন করা হবে।
  গতকাল ১২ই অক্টোবর সকালে রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাবেয়া-কাদের ফাউন্ডেশন ও রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ নজরুল ইসলাম এ তথ্য জানান।
  মোঃ নজরুল ইসলাম বলেন, একটি সংস্কৃতিবান জাতি গঠনের মূলমন্ত্র আলোকিত প্রজন্ম গড়ে তোলা। সে লক্ষ্যে রাবেয়া-কাদের ফাউন্ডেশন ও রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগে আগামী ১৪ই অক্টোবর দিনব্যাপী দেশের বরেণ্য চিত্রশিল্পীবৃন্দ ও রাজবাড়ী জেলার স্কুল ও কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। আর্টক্যাম্প উদ্বোধন ও বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন দেশবরেণ্য চিত্রশিল্পী প্রফেসর মোহাম্মদ ইউনুস।
  সংবাদ সম্মেলনে রাবেয়া-কাদের ফাউন্ডেশনের অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মোল্লা, কোষাধ্যক্ষ আঃ রাজ্জাক রাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ