ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
ভোক্তা অধিদপ্তরের অভিযানে রাজবাড়ীর মৃগী বাজারের তিন দোকানীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১০-১২ ১৪:০৬:৪৬

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী বাজারের ৩টি মুদী দোকানকে ৯হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

  গতকাল ১২ই অক্টোবর অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। 

  এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মৃগী বাজারের সোহেল স্টোরের মালিককে ৩ হাজার টাকা, রহমত স্টোরের মালিককে ২হাজার টাকা ও স্বচ্ছ স্টোরের মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। কালুখালী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ