ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
কালুখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
  • ফজলুল হক
  • ২০২২-১০-১৩ ১৪:৫৩:৫৪

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৩ই অক্টোবর সকালে র‌্যালী, আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

   প্রথমে কালুখালীর রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, কালুখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিলন হোসেন, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী প্রমুখ বক্তব্য রাখেন। 

   আলোচনা সভার শেষে বিদ্যালয় প্রাঙ্গণে কালুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা গ্যাস ও জ্বালানী তেলের আগুন নেভানোর পদ্ধতি, বসতঘরের আগুন নেভানোর কৌশল, ভূমিকম্পের সময় করণীয় ও হতাহতদের উদ্ধারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে।

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ