আগামী ১৭ই অক্টোবর রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজের তালগাছ প্রতীকের পক্ষে জেলা জুড়ে প্রচার-প্রচারণা ততই জমে উঠেছে।
জানা যায়, গতকাল ১৩ই অক্টোবর গোয়ালন্দ উপজেলায় এবং বালিয়াকান্দি উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পৃথক কর্মীসভায় রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজের তালগাছ প্রতীক জয়যুক্ত করতে সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন নেতৃবৃন্দ। গোয়ালন্দ পৌরসভা মিলনায়তনে আয়োজিত কর্মীসভায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত আসনের এমপি সালমা চৌধুরী ও এ্যাডভোকেট খোজেদা নাসরীন আক্তার হোসেন এমপিসহ রাজবাড়ী জেলা, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রাজবাড়ী পৌরসভার মেয়র, গোয়ালন্দ পৌরসভার মেয়র, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলার সকল ইউপির চেয়ারম্যান মেম্বারগণ উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দিতে দলীয় কর্মীসভায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বালিয়াকান্দির আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বালিয়াকান্দির ৭টি ইউপির সকল চেয়ারম্যান মেম্বারগণ উপস্থিত ছিলেন। সভায় রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ এবং তার সফরসঙ্গী হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস এবং কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো) প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মীসভায় রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজকে বিপুল ভোটে জয়যুক্ত করতে একাট্টা হয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।
এদিকে, দলীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সফরসঙ্গী করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আরুজ। অন্যদিকে কয়েকজনের গ্রুপ করে তালগাছ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে একাধিক টিম ইউনিয়নে ইউনিয়নে ঘুরছেন। পুরুষের পাশাপাশি মহিলা নেতৃবৃন্দের টিমও তাল গাছের সমর্থনে মাঠে রয়েছেন। ফলে আওয়ামী লীগ নেতা একেএম শফিকুল মোরশেদ আরুজের তালগাছের পক্ষে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। আর সাড়া পড়ার কারণেই বিপুল ভোটে তালগাছ প্রতীকের বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন নেতৃবৃন্দ।
বিভিন্ন ইউপিতে একেএম শফিকুল মোরশেদ আরুজের গণসংযোগের সফরসঙ্গী পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস এবং পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল বলেন, রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ একজন ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব। আওয়ামী লীগের রাজনীতিতে তাদের পরিবারের সুনাম সর্বজনবিদিত। একদিকে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা, অপরদিকে দলীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে প্রতিনিধিদল গণসংযোগ করছেন। প্রচার-প্রচারণা ও গণসংযোগের ফলে তালগাছ প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া পড়েছে। নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।