ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
ভ্রাম্যমাণ আদালতে রাজবাড়ীর ধাওয়াপাড়া ঘাট এলাকার ২জন অবৈধ বালু উত্তোলনকারীর জরিমানা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-১০-১৩ ১৪:৫৭:১৭

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া ঘাট এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলকারী ইউসুফ আলী ও সুলতান বিশ্বাস নামে ২ ব্যক্তিকে ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
   গতকাল ১৩ই অক্টোবর দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টর) সাইফুল হুদার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 
   ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এনডিসি সাইফুল হুদা জানান, পদ্মা নদীর ধাওয়াপাড়া ঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারা যেখান থেকে বালু উত্তোলন করছিল সেটা বালুমহালের ইজারার অন্তর্ভুক্ত নয়। এছাড়া নদীর পাড় ভাঙ্গার আশংকা রয়েছে। এ জন্য তাদেরকে জরিমানার পাশাপাশি ড্রেজার সরিয়ে নিতে বলা হয়েছে। 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ