রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে ইলিশ মাছ শিকার। আর শিকার করা ইলিশ বেচাকেনার জন্য হাট বসলেও উপজেলা মৎস্য অফিস এ ব্যাপারে নির্বিকার।
জেলেদের ধরা এসব ইলিশ মাছ দৌলতদিয়ার চর কর্নেশন কলাবাগান, বাহির চর, দুলাল বেপারী পাড়া, আইনদ্দিন প্রামানিক পাড়াসহ কয়েকটি স্থানে বেচাকেনা চলছে।
গত ১৪ই অক্টোবর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সরেজমিনে পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়া, চর কর্নেশন, কলাবাগান এলাকায় অনেক জেলেদের নৌকা নিয়ে মাছ শিকার করতে দেখা যায়। ক্রেতা-বিক্রেতাদের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। প্রশাসনের কাউকে দেখলেই জেলেদের সোর্সরা মোবাইল ফোনে খবর পৌঁছে দেয়। আবার অনেক ক্রেতা জেলেদের সোর্সদের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট স্থান থেকে মাছ কিনে নিচ্ছেন। কলা বাগান, দুলাল বেপারী পাড়া, আইনদ্দিন প্রামানিক পাড়াসহ বেশ কয়েকটি স্থানে এভাবে ইলিশ মাছ ক্রয়-বিক্রয় হচ্ছে। কলাবাগান এলাকায় দেখা যায়, পান-সিগারেট, চা-নাস্তার কিছু ভ্রাম্যমাণ দোকানও বসেছে। সাধারণ জেলেদের পাশাপাশি মৌসুমী জেলেরাও এখন ইলিশ শিকারে নেমেছে।
ফারুক শেখ নামে এক ইলিশ মাছ ক্রেতা বলেন, জেলেদের সাথে মোবাইলে যোগাযোগ করে কলাবাগান এলাকা থেকে ইলিশ মাছ কিনে নিলাম। তবে কলাবাগান এলাকায় ক্রেতার সংখ্যা অনেক বেশি। মাছের দামও স্বাভাবিক সময়ের চেয়ে কম না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে বলেন, কয়েকটি পয়েন্টে তাদের লোক মোবাইল নিয়ে বসে থাকে। প্রশাসনের লোক দেখলেই তাদের কাছে খবর চলে আসে। তখন তারা দ্রুত নিরাপদ স্থানে চলে যান। তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এবার নদীতে বড় সাইজের ইলিশের সংখ্যা বেশি।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু বলেন, আমরা নিয়মিত পদ্মা নদীতে অভিযান পরিচালনা করছি। চর কর্নেশন কলাবাগান ও কুশাহাটার চরাঞ্চলে অসাধু জেলেরা জাল ফেলে ইলিশ শিকার করার খবর শুনেছি। ওইসব জায়গায় অভিযান পরিচালনা করা হবে।