গতকাল ১৮ই অক্টোবর রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, এমপি কন্যা কাজী কানিজ ফাতেমা চৈতী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।