রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর(রহিমপুর) গ্রামে পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়ীকে বালিশ চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে।
গতকাল ১৮ই অক্টোবর ভোর রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শাশুড়ী জয়গন বেগম বাদী হয়ে পুত্রবধূ মাইমুনা খাতুন(২০) ও তার পরকীয়া প্রেমিক আকাশ খান(২৩) এর বিরুদ্ধে রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগের ভিত্তিতে মাইমুনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মাইমুনা একই উপজেলার মূলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামের রেজাউল মোল্লার মেয়ে এবং আকাশ আলীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মানিক খানের ছেলে।
জয়গন বেগম জানায়, তার স্বামী বাচ্চু প্রামানিক ২০ বছর আগে মারা যায়। তার একমাত্র ছেলে হাবিজুল প্রামানিক ঢাকায় গার্মেন্টসে চাকরী করে। বাড়ীতে সে ও তার ছেলের বউ মাইমুনা থাকে। মাইমুনা পার্শ্ববর্তী এনায়েতপুর গ্রামের আকাশ নামে এক ছেলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে মোবাইল ফোনে কথা বলে। বিষয়টি ছেলে হাবিজুলকে জানানোর পর হাবিজুলের সাথে মাইমুনার কয়েকবার ঝগড়া হয়। ফোনে কথা বলার জন্য হাবিজুল এ পর্যন্ত মাইমুনার তিনটি মোবাইল ফোন ভেঙ্গেছে। তারপরও মাইমুনা আকাশের সঙ্গে ফোনে কথা বলা বন্ধ করেনি। সোমবার (১৭ই অক্টোবর) সকালে সে মাইমুনাকে ফোনে কথা বলতে নিষেধ করলে সে তার উপর ক্ষিপ্ত হয়। সন্ধ্যায় মাইমুনা তাকে হরলিকসের সঙ্গে কী যেন খাওয়ায়। এতে তার মাথা ঘুরাতে শুরু করে। সন্ধ্যা ৭টার দিকে সে তাদের টিনের ঘরের নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। মাইমুনাও নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। ভোর ৪টার দিকে ঘর থেকে বের হয়ে বাথরুম সেরে আবার শুয়ে পড়লে কিছুক্ষণ পর মাইমুনা তার রুমে গিয়ে তার বুকের উপর বসে মুখে বালিশ চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। সে চিৎকার করার চেষ্টা করলেও শব্দ বের হয় না। একপর্যায়ে সে সর্বশক্তি প্রয়োগ করে মুখের কাছ থেকে বালিশ সরিয়ে জোরে চিৎকার করলে পাশের বাড়ী থেকে তার ভাই দৌড়ে এসে ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে।
জয়গন বেগমের ভাই জালাল শিকদার বলেন, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য উঠেছিলেন। এমন সময় পাশের বাড়ীতে বোনের ঘরের মধ্যে চিৎকার-চেঁচামেচির শব্দ পেয়ে দৌড়ে দরজার সামনে গিয়ে ডাকাডাকি করলেও কেউ দরজা খোলে না। একপর্যায়ে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখেন তার বোন জয়গন থরথর করে কাঁপছে। পাশেই মাইমুনা বসে আছে।
রাজবাড়ী থানার ওসি শাহাদাত হোসেন বলেন, জয়গন বেগমের অভিযোগের ভিত্তিতে তার ছেলের বউ মাইমুনাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।