রাজবাড়ী জেলার গোয়ালন্দের শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
গতকাল ১৯শে অক্টোবর বিকালে গোয়ালন্দের কামরুল ইসলাম কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসএমসি কোম্পানীর উদ্যোগে এই স্যানিটারিী ন্যাপকিন বিতরণ করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান, কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আঁখি বিশ্বাস, এসএমসি কোম্পানীর বগুড়া অঞ্চলের প্রধান কাজী মোহাম্মদ জাফরুল্লাহ, কুষ্টিয়া অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, জ্যেষ্ঠ আঞ্চলিক নির্বাহী মাসুদুর রহমান ও শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়রা জহুরা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ ঋতুস্রাবের সময় ছাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে পরামর্শ দেন। আলোচনা পর্বের শেষে উপস্থিত ২শতাধিক ছাত্রীর মধ্যে এসএমসি কোম্পানীর ‘জয়া’ ব্র্যান্ডের স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়।