ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
কালুখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার
  • ফজলুল হক
  • ২০২২-১০-১৯ ১৪:৫৫:৫১

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৯শে অক্টোবর বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। 
  কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। 
  অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা রাণী হালদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার, রতনদিয়া বাজার বণিক সমিতি সভাপতি ইমদাদুল হক দুদু, সাধারণ সম্পাদক রণজয় কুমার বসু ও প্রহলাদ পাল প্রমুখ বক্তব্য রাখেন। 
  সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব বলেন, নিরাপদ উপায়ে খাদ্য উৎপাদন করে বাজারজাত করতে হবে। ভেজাল বা মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা যাবে না। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলতে হবে। 

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ