ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
র‌্যাবের অভিযানে কষ্টি পাথরের তৈরী প্রাচীন বিষ্ণু মূর্তিসহ ৩জন গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১০-২১ ১৪:০৯:৫৩

র‌্যাবের অভিযানে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রাম থেকে কষ্টি পাথরের তৈরী প্রাচীন বিষ্ণু মূর্তিসহ ৩জন গ্রেফতার হয়েছে। 

  গোপন সংবাদের ভিত্তিতে গত ২০শে অক্টোবর বিকালে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-শাশুনিয়া গ্রামের মৃত ইয়াকুব আলী মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা(৫৭), একই গ্রামের মৃত আমির আলী মুন্সির ছেলে টুকু মুন্সি(৩৫) এবং পাবনার আমিনপুর থানার রামনারায়ণপুর গ্রামের খোরশেদ মোল্লার চেলে রমজান মোল্লা(২৮)। উদ্ধারকৃত মূর্তিটির মূল অংশের উচ্চতা ২৬.৫ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন ৩২ কেজি, যা আনুমানিক ৭০০/১০০০ বছর পূর্বে পাল শাসনামলে তৈরী বলে ধারণা করা হচ্ছে। 

  ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব তাদেরকে মুকসুদপুর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে একটি মামলা দায়ের করেছে। 

মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
‘আল্পনায় বৈশাখ ১৪৩১’ বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ
সদরঘাটে দুর্ঘটনা:৫ কর্মী পুলিশ হেফাজতে
সর্বশেষ সংবাদ