রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের নাম রাখালগাছি ও বেতকা। পদ্মা ও যমুনা নদীবেষ্টিত এই বিচ্ছিন্ন জনপদে প্রায় তিন হাজার মানুষের বসবাস। উত্তর-পূর্ব দিকে মানিকগঞ্জ, পশ্চিমে পাবনা, সিরাজগঞ্জ এবং দক্ষিণে রাজবাড়ী জেলা সদর। দুর্গম এই চরাঞ্চলের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম নৌকা।
স্থানীয় বাসিন্দারা জানান, দেবগ্রাম ইউনিয়নের অবস্থিত অন্তারমোড় থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২টি ইঞ্জিন চালিত নৌকা মানুষ পারাপার করে। প্রতিদিন অন্তারমোড় থেকে ৪ বার ও রাখালগাছি থেকে ৪ বার নৌকা ছাড়ে। অন্তারমোড় থেকে ইঞ্জিন চালিত বড় নৌকা পদ্মা পাড়ি দিয়ে রাখালগাছি যায়। সেখান থেকে আরও কয়েক কিলোমিটার পথ হেঁটে বেতকা পৌঁছাতে হয়। শুষ্ক মৌসুমে নদী পাড়ি দিতে সময় লাগে প্রায় ৪০ মিনিট। বর্ষাকালে তা লেগে যায় এক ঘণ্টার বেশী। বছরের অর্ধেকটা সময় পদ্মা নদী ভরাট থাকে। উত্তাল পদ্মা পাড়ি দিয়ে ঝুঁকি নিয়ে এলাকার বাসিন্দাদের রাজবাড়ী ও মানিকগঞ্জ সদরে যাতায়াত করতে হয়।
রাখালগাছি থেকে পদ্মা নদী পাড়ি দিয়ে রাজবাড়ী শহরে আসছিলেন মোক্তার ব্যাপারী। তিনি বলেন, আমাদের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা পাড়ি দিয়ে গন্তব্যে যেতে হয়। আর শুষ্ক মৌসুমে কয়েক কিলোমিটার হেঁটে আবার নৌকায় আসতে হয়।
দেবগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, দেবগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত রাখালগাছি-বেতকা গ্রামে প্রায় তিন হাজার মানুষের বসবাস। এখানকার ভোটার সংখ্যা প্রায় এক হাজার। প্রতি বছর পয়লা বৈশাখে অন্তারমোড় ও রাখালগাছি খেয়া ঘাট ইজারা দেয়া হয়। ইউনিয়ন পরিষদ বছরে প্রায় ২০ হাজার টাকার মতো রাজস্ব পায়। প্রতিদিন দেড় থেকে দুই হাজার যাত্রীসহ অনেক মোটর সাইকেল পারাপার হয়। স্বল্প সময়ে পাবনা, রাজশাহী অঞ্চলে যাতায়াতের জন্য অনেকে এই ঘাট ব্যবহার করেন।
অন্তারমোড় থেকে পাবনার কাশিনাথপুরে আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যাচ্ছিলেন নেয়ামত খাঁ। তিনি বলেন, রাজবাড়ীর জৌকুড়া-কাজির হাট দিয়ে পাবনা গেলে দুই-তিন ঘণ্টা সময় লাগে। তাই স্বল্প সময়ে যাতায়াতের জন্য এই খেয়া ঘাট দিয়ে আসা-যাওয়া করি।
রাখালগাছি-বেতকা এলাকায় বেতকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ছাড়া অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান, বাজার বা স্থাপনা নেই। প্রায় তিন বছর আগে পাবনা থেকে এই এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। দুর্গম এই চরাঞ্চলে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের সদস্যদের বিচরণ রয়েছে। কিছুদিন আগে রাখালগাছি এলাকায় রাস্তা নির্মাণ নিয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
সম্প্রতি অন্তারমোড় খেয়া ঘাটে কথা হয় নৌকার মাঝি হাবির মন্ডলের সঙ্গে। তিনি বলেন, এই খেয়া ঘাটে ১৪টি নৌকা চলে। পর্যায়ক্রমে প্রতিদিন ২টি নৌকায় যাত্রী পারাপার হয়। এক সপ্তাহ পর একেকটি নৌকা যাত্রী পারাপারের সুযোগ পায়। একটি নৌকায় ৪জন শ্রমিক কাজ করে। বহিরাগত যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ৫০ টাকা করে ভাড়া আদায় করা হয়। এছাড়া বছর শেষে স্থানীয়রা ধান দিয়ে থাকে।
অন্তারমোড় খেয়া ঘাটে দেখা যায় কয়েকটি টং দোকান আছে। তবে যাত্রীদের বসার মতো বিশেষ কোনো ব্যবস্থা নেই। রাখালগাছি থেকে নৌকা বোঝাই যাত্রীরা এসে নদীর পাড়ে নামেন। অনেক কৃষক আছেন, যাদের রাখালগাছি-বেতকায় জমি আছে। আবার পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলে কারও কারও বাড়ীও আছে।
দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, অন্তারমোড়-বেতকা দিয়ে প্রতিদিন দেড় থেকে ২হাজার মানুষ নদী পারাপার হন। রাখালগাছির সঙ্গে পাবনার ঢালারচর রেলস্টেশন আছে। নদী পাড়ি দিয়ে রাখালগাছি হয়ে পাবনা ও রাজশাহী অঞ্চলের মানুষ সহজেই ট্রেনে যাতায়াত করেন। ঢালারচর রেলস্টেশন থেকে রাখালগাছি পর্যন্ত পাকা রাস্তা হয়েছে। ওই রাস্তা থেকে নদীর পাড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তাটি পাকা হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।