ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
গোয়ালন্দের দেবগ্রামে লাঠি খেলা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১০-২১ ১৪:২০:০৯

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের আরপিডিএস মাঠে গতকাল ২১শে অক্টোবর বিকালে গ্রাম-বাংলার ঐহিত্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

  দেবগ্রাম ও পার্শ্ববর্তী দৌলতদিয়া ইউনিয়নের মানুষ মিলে এই লাঠি খেলার আয়োজন করে। বিভিন্ন এলাকার ৪০ জন লাঠিয়াল এতে অংশগ্রহণ করে। এ সময় ঢাক-ঢোলের শব্দে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। লাঠিয়ালরা বাদ্যের তালে নেচে নেচে নানা অঙ্গভঙ্গি করে লাঠি খেলা প্রদর্শন করে। 

  অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুবুর রাব্বানী, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ইউনুস মোল্লা, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলসহ বিপুল সংখ্যক দর্শক গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই লাঠি খেলা উপভোগ করেন। 

  গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী বলেন, ঐতিহ্য রক্ষায় সরকারী-বেসরকারী পৃষ্ঠপোষকতায় নিয়মিতভাবে এ ধরনের খেলাধুলার আয়োজন করা উচিত। আমার পক্ষ থেকে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এ ধরনের খেলাধুলায় সার্বিক সহযোগিতা থাকবে।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ