জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২২শে অক্টোবর সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালী বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও বালিয়াকান্দি থানার এসআই আরজু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও আইন মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন।