ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দিতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১০-২৩ ১৪:০৩:৫৩

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 
  বাংলাদেশ তথ্য কমিশন ও বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে গতকাল ২৩শে অক্টোবর সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
  বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান রিপন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। প্রশিক্ষণ পরিচালনা করেন তথ্য কমিশনের সহকারী পরিচালক (প্রশাসন) হেলাল আহমেদ। 
  প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান রিপন বলেন, আমাদের সংবিধান মতে জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক। সেহেতু জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা প্রয়োজন। এরই প্রেক্ষিতে সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে। এই আইন বাস্তবায়নের মাধ্যমে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে হবে। 
  সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ