ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
অগ্রণী ব্যাংকের রাজবাড়ী শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১০-২৩ ১৪:১০:০৭

অগ্রণী ব্যাংক লিমিটেডের রাজবাড়ী শাখার তৃতীয় তলায় গতকাল ২৩শে অক্টোবর বিকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে “ইসলামী ব্যাংকিং উইন্ডো” উদ্বোধন করা হয়েছে।
  এ উপলক্ষ্যে ইসলামী ব্যাংক উইন্ডোর রাজবাড়ী শাখার ব্যবস্থাপক সাদিয়া সুলতানার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অগ্রণী ব্যাংকের ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ আমিনুল হক, বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এফ.এম আব্দুল কুদ্দুস, রাজবাড়ী শাখার এসপিও ও ব্যবস্থাপক মুহাম্মদ জসিম উদ্দিন মন্ডল, এবং রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক  খোন্দকার আব্দুল মতিন এবং গ্রাহক রাজবাড়ী বাজারের ব্যবসায়ী আব্দুল লতিফ মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের রাজবাড়ী শাখার সিনিয়র অফিসার শাহাদাত হোসেন। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন। 
  জানা গেছে, অগ্রণী ব্যাংকের রাজবাড়ী শাখার এই ইসলামী ব্যাংকিং উইন্ডোতে ইসলামী শরীয়া ভিত্তিক ব্যাংকিং ও অনলাইন সেবাসহ অন্যান্য ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ