রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সভা গতকাল ২৪শে অক্টোবর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুটি সেশনে প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় উপজেলা রিসোর্স সেন্টারের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা।
উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীবের সভাপতিত্বে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সেমিনারের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন তথ্য কমিশনের সহকারী পরিচালক মোঃ সালাহ উদ্দিন।
তিনি তার উপস্থাপনায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক শিক্ষকগণকে তথ্য অধিকার আইন সম্পর্কে বিভিন্ন ধারণা প্রদান করেন। এ সময় অন্যান্যর মধ্যে উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দ্দার, কালুখালী থানার ওসি(তদন্ত) মোঃ আঃ গণি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ মিলন হোসেন উপস্থিত ছিলেন।