ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সভা
  • শামীম হোসেন
  • ২০২২-১০-২৪ ১৪:০৫:২৯

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৪শে অক্টোবর সকাল ৯টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়।
  এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদ সচিবগণসহ ৬০জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ তথ্য কমিশনের সহকারী পরিচালক(প্রশাসন) হেলাল আহমেদ।
  প্রশিক্ষণ শেষে দুপুর ২টায় তথ্য অধিকার আইন-২০৯৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
  জনঅবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদুর রহমান রুবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও তথ্য কমিশনের সহকারী পরিচালক(প্রশাসন) হেলাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
  জনঅবহিতকরণ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ