ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
বালিয়াকান্দিতে শ্যামা কালী পূজা অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১০-২৫ ১৪:২৬:২৩

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের আমতলা বাজার মাঝিপাড়া চৌধুরী বাড়ী প্রাঙ্গণে শ্রী শ্রী শ্যামা কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।
  গত ২৪শে অক্টোবর রাতে বর্ণাঢ্য আয়োজনে এই শ্যামা কালী পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও পূজা উপলক্ষ্যে আরতী, উলুধ্বনী, শঙ্খ বাজানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে গতকাল ২৫শে অক্টোবর ঝিনাইদহ জেলা থেকে আগত মালতী রাণী অধিকারী অষ্টকালীন কীর্তক পরিবেশন করেন। 
  আমতলা বাজার মাঝিপাড়া সর্বজনীন কালী পূজা উদযাপন কমিটির সভাপতি প্রান্ত শীল ও সাধারণ সম্পাদক পোষন বিশ্বাস বলেন, আমরা প্রতি বছরই আনন্দঘন পরিবেশে শ্যামা মায়ের পূজা করে আসছি। পূজা উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা হয়ে থাকে। প্রতিযোগিতায় অংশগ্রহগণকারীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ