ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী বাজারের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী সরোজ দত্তের মৃত্যু
  • শেখ মামুন
  • ২০২২-১০-২৫ ১৪:৩২:২৬

রাজবাড়ী বাজারের স্টার মেডিকেল হলের মালিক ও বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী সরোজ দত্ত(৬৫) আর নেই।  
  গতকাল ২৫শে অক্টোবর ভোর রাতে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিকালে রাজবাড়ী জেলা কারাগার সংলগ্ন পৌর মহাশ্মশানে তার মরদেহ দাহ করা হয়। তার পূর্বে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি(বিসিডিএস) রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। 
  উল্লেখ্য, প্রয়াত সরোজ দত্ত রাজবাড়ী বাজারের ভাজনচালা এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজবাড়ী শহরের ওষুধের দোকানগুলো বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এক ঘন্টা বন্ধ রাখা হয়। 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ