ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
গোয়ালন্দের ইমাম বেল চিশতিয়া দরবার শরীফে সাধুসঙ্গ অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১০-২৮ ১৪:১৬:৫০

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ইমাম বেল চিশতিয়া দরবার শরীফে গত ২৭শে অক্টোবর রাতে বার্ষিক সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়। 
  বাউল সাধুদের এই মিলনমেলায় সেবা গ্রহণ ও নৈশভোজ শেষে মরমী সাধক ফকীর লালন শাহ্র জীবনীর উপর তাত্ত্বিক আলোচনার পর দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বাউলরা লালন সঙ্গীত পরিবেশন করেন। 
  এছাড়া মানিকগঞ্জের বাউল শিল্পী রাশেদা সরকার ও পাংশার বাঁশি বাউল বিচারগান পরিবেশন করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম খান, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 
  ইমাম বেল চিশতিয়া দরবার শরীফের গদ্দিনশীন সাধক গুরু রাসেল আহমেদ শাহ্ বলেন, পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের ডাঃ আজগর শাহ্ সাঁইজির আশীর্বাদে প্রতি বছর ২৭শে অক্টোবর এই সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি মাসেই দরবার শরীফে স্বল্প পরিসরে সাধুদের উপস্থিতিতে ফকীর লালন শাহ্র উপর তাত্ত্বিক আলোচনা ও লালন সঙ্গীত পরিবেশিত হয়।

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ